Editors Choice

3/recent/post-list

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি।

 হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। শনিবার (২৮ সেপ্টেম্বর) হিজবুল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানায়। তারা জানিয়েছে, নাসরুল্লাহ ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালানোর সময় শহীদ হয়েছেন এবং তিনি সংগঠনের অন্যান্য মহান নেতাদের সাথে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়ে এসেছেন।
হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়, বৈরুতে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় তিনি এবং তার সহযোদ্ধারা শহীদ হয়েছেন। তবে সংগঠনটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের নেতার মৃত্যু সত্ত্বেও ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। তারা লেবানন ও ফিলিস্তিনিদের প্রতিরক্ষায় দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে।
এর আগে, ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) দাবি করেছিল যে, শুক্রবার বৈরুতে একটি নির্দিষ্ট টার্গেটের উপর চালানো হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। তবে সেই সময় হিজবুল্লাহ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সদর দফতরে যখন একটি বৈঠক চলছিল, তখনই এ হামলা চালানো হয়। সেই হামলায় হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছেন।
ইসরাইলি বাহিনী তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, নাসরুল্লাহ এখন আর পৃথিবীতে আতঙ্ক ছড়াতে পারবেন না। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ইসরাইলি সামরিক বাহিনীকে সর্বোচ্চ শক্তি দিয়ে হিজবুল্লাহকে আঘাত করার নির্দেশ দিয়েছেন। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে এবং তারা দাবি করছে, হিজবুল্লাহকে দমন করার লক্ষ্যে এসব হামলা চালানো হচ্ছে।
হাসান নাসরুল্লাহর জন্ম ১৯৬০ সালে, লেবাননের বুর্জ হামুদ এলাকায়। শৈশবে তিনি শিয়া মুভমেন্ট আমাল-এ যোগ দেন এবং ১৯৮২ সালে হিজবুল্লাহ গঠনে অংশগ্রহণ করেন। ১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে তিনি হিজবুল্লাহর প্রধান হন, তার পূর্বসূরি আব্বাস আল-মুসাবির নিহত হওয়ার পর। নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ এক শক্তিশালী সামরিক ও রাজনৈতিক সংগঠনে পরিণত হয়, যা ইসরাইলের বিরুদ্ধে বহুবার সফল প্রতিরোধ গড়ে তুলেছে।
নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ইরান থেকে সংগৃহীত ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসসহ ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের সহায়তা দিয়েছে।

Post a Comment

3 Comments

  1. ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

    ReplyDelete

  2. ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ReplyDelete