সিরিয়ায় নির্বাচনের আয়োজন করতে আরো ৪ বছর লাগতে পারে: আহমাদ আল শারা
সিরিয়ার ডি ফ্যাক্টো লিডার (নেপথ্য শাসক) আহমাদ আল শারা জানিয়েছেন, সিরিয়ায় আগামী নির্বাচনের আয়োজন করতে আরও চার বছর সময় লাগতে পারে। রোববার (২৯ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন, যা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত হয়।
এটি ছিল বাশার আল আসাদের পলায়নের পর নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আল শারার প্রথম মন্তব্য। এর আগে, সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আল আরবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নতুন সংবিধান প্রণয়ন করতে তিন বছর সময় লাগতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সিরিয়াবাসী এক বছরের মধ্যেই উল্লেখযোগ্য কিছু সংস্কার দেখতে পাবে।
আল শারা আরও বলেন, সিরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে একাধিক রাজনৈতিক ধাপ অতিক্রম করতে হবে। একটি সঠিক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ জনসংখ্যা শুমারিরও প্রয়োজন রয়েছে।
0 Comments