সৌদিতে বিশ্বের longest চালকবিহীন ট্রেন চালু
বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন 'রিয়াদ মেট্রো' সম্প্রতি সৌদি আরবে চালু হয়েছে। ৫ জানুয়ারি, রোববার ভোর ৬টা থেকে পুরোপুরি চালু হওয়া এই ট্রেনটি সৌদির রাজধানী রিয়াদ এবং তার আশপাশের অঞ্চলে চলাচল করবে। দেশটির রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি (আরসিআরসি) এ তথ্য জানিয়েছে।
রিয়াদ মেট্রোকে ছয়টি ভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেক ভাগের জন্য একটি করে লাইন বরাদ্দ করা হয়েছে। এই লাইনগুলো হল- ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন। এর মধ্যে ব্লু, ইয়েলো এবং পার্পল লাইনে আগেই পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছিল। এরপর, ১৫ ডিসেম্বর থেকে রেড ও গ্রিন লাইনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়।
এখন, ৫ জানুয়ারি থেকে অরেঞ্জ লাইনসহ অন্যান্য সব লাইনে পুরোদমে ট্রেন চলাচল শুরু হয়েছে। রিয়াদ মেট্রো সৌদি আরবের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক এবং দক্ষ করার পথে এক বড় পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে।
1 Comments
অভিনন্দন!!!!
ReplyDelete