Editors Choice

3/recent/post-list

পিসিবির হল অব ফেমে স্থান পেলেন ইনজামাম, মিসবাহ, মুশতাক ও আনোয়ার

পিসিবির হল অব ফেমে স্থান পেলেন ইনজামাম, মিসবাহ, মুশতাক ও আনোয়ার

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের হল অব ফেমে নতুন চার কিংবদন্তিকে অন্তর্ভুক্ত করেছে—ইনজামাম উল হক, মিসবাহ উল হক, মুশতাক মোহাম্মদ এবং সাঈদ আনোয়ার। আজ এক বিবৃতিতে পিসিবি এ ঘোষণা দিয়েছে।

১১ সদস্যের একটি স্বাধীন প্যানেল ইনজামাম, মিসবাহ, মুশতাক ও আনোয়ারকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করার জন্য ভোট দিয়েছে। এই প্যানেলটি গঠিত হয়েছে সাবেক ক্রিকেটার, সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষকদের নিয়ে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, “এই চার ক্রিকেট কিংবদন্তির হল অব ফেমে স্থান পাওয়ার যোগ্যতা ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তাঁদের আন্তরিক অভিনন্দন জানাই। এই সম্মান তাদের অসামান্য অবদানকে পৃথিবীজুড়ে তুলে ধরবে।”

নাকভি আরো বলেন, "মুশতাক মোহাম্মদকে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তাঁর নেতৃত্ব ও অনুপ্রেরণামূলক ক্রিকেট শৈলী অনেকের কাছে অনুপ্রেরণা। ইনজামাম উল হকের অপরিমেয় প্রতিভা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা পাকিস্তান ক্রিকেটে একটি অমোচনীয় চিহ্ন রেখে গেছে। মিসবাহ উল হক চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ঐতিহাসিক সিরিজ জিতিয়ে দলকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছাতে সহায়তা করেছেন। সাঈদ আনোয়ার তাঁর সহজাত দক্ষতা এবং ধারাবাহিক ক্রিকেট শৈলী দিয়ে ওপেনিং ব্যাটিংয়ে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছেন এবং বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে সফলতা পেয়েছেন।"

এটি পিসিবির হল অব ফেমে নতুন চার সদস্যের অন্তর্ভুক্তির মাধ্যমে সদস্যসংখ্যা ১৪-এ পৌঁছালো। পিসিবি ২০২১ সালের এপ্রিল মাসে হল অব ফেম চালু করে। প্রথমবার এর সদস্য নির্বাচিত হন হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, জহির আব্বাস, ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিস। পরবর্তী সময়ে যোগ দেন আবদুল কাদির, ফজল মাহমুদ, আবদুল হাফিজ কারদার এবং ইউনিস খান।

Post a Comment

1 Comments